"খতমে খাজেগান" (ختم خواجگان) এর নিয়ম
প্রশ্নঃ ১২৭৭৬৭. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমরা খতমে খাজেগান পড়ি সংক্ষিপ্তাকারে। আমি পুরোপুরি ভাবে পড়তে চাই। পুরোপুরি খতমে খাজেগান জানালে খুবই উপকারী হতাম। সাথে তার ফযিলত কি তাও বর্ণনা করলে বালো হয়। জাযাকাল্লাহ।
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
আলেমগণ জরুরি প্রয়োজন ও উদ্দেশ্য পূরণের জন্য খতমে খাজেগান পাঠ করতেন। এর পরে তারা আল্লাহর নিকট দোয়া করতেন।
কিছু আলেমগণের প্রচলিত আমল "খতমে খাজেগান" (ختم خواجگان) হলো:
প্রথমে ৭ বার “সূরা ফাতিহা” পাঠ করবে।
এরপর ৭৯ বার “সূরা আল ইনশিরাহ” পাঠ করবে।
তারপর ১০০ বার দরুদ শরীফ পাঠ করবে।
এরপর ১০০০ বার “সূরা ইখলাস” পাঠ করবে।
এরপর আবার ৭ বার “সূরা ফাতিহা” পাঠ করবে।
তারপরে ১০০ বার দরুদ শরীফ পাঠ করবে।
এরপর ১০০ বার নিম্নোক্ত বিশেষ নামের দোয়া:
یا قاضیَ الحاجات, یا کافيَ المهمات, یا دافعَ البلیّات, یا حلّ المشکلات, یا رافعَ الدرجات, یا شافيَ الأمراض,یا مجیب الدعوات, یا أرحم الراحمین
এরপর আল্লাহর নিকট দোয়া করা করবে।
চিশ্তিদের পথ অনুসারে খতমে খাজেগান এর নিয়ম:
ওজু করা ও কিবলাহের দিকে মুখ করে বসা।
প্রথমে ১০ বার দরুদ শরীফ পাঠ করা।
এরপর ৩৬০ বার “لاَ مَلْجَأ مِنَ اللّٰہِ إلاَّ إِلَیہِ” পাঠ করা।
এরপর ৩৬০ বার “সূরা আল ইনশিরাহ” পাঠ করা।
তারপর আবার “لاَ مَلْجَأ مِنَ اللّٰہِ إلاَّ إِلَیہِ” ৩৬০ বার পাঠ করা।
শেষে ১০০ বার দরুদ শরীফ পাঠ করা এবং আল্লাহর নিকট দোয়া করা।
এছাড়াও কিছু অন্যান্য "খতমে খাজেগান" (ختم خواجگان) এর নিয়ম বিদ্যমান, যা আলেম ও মাসায়েখদের আধ্যাত্মিক ধারায় ব্যবহৃত হয়।
(دیکھئے ضیاء القلوب موٴلفہ سید الطائفہ حضرت حاجی امداد اللہ صاحب ہاجر مکی رحمہ اللہ ص:مطبوعہ دارالاشاعت کراچی)
دارالافتاء، دارالعلوم دیوبند - جواب نمبر: 57079
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী ও মুহাদ্দিস, দারুল কুরআন আল ইসলামিয়া মাদ্রাসা
মুহাম্মদপুর, ঢাকা
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন